সরিষা ফুলের
মধু : মধুর উপকারিতা সম্পর্কে কম বেশি সবাই জানেন। পেটের পীড়ার চিকিৎসায় এটা ১০০% কার্যকারী তা আমরা নিম্নোক্ত আয়াত ও হাদীস থেকে জানতে পারি।
মধুর সাহায্যে চিকিৎসা।
মহান আল্লাহর বাণীঃ ‘‘এর মধ্যে রয়েছে মানুষের জন্য নিরাময়।’’ সূরা আন-নাহলঃ ৬৯)
আবূ সা‘ঈদ (রাঃ) হতে বর্ণিত। এক ব্যক্তি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললঃ আমার ভাইয়ের পেটে অসুখ হয়েছে। তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তাকে মধু পান করাও। এরপর লোকটি দ্বিতীয়বার আসলে তিনি বললেনঃ তাকে মধু পান করাও। অতঃপর তৃতীয়বার আসলে তিনি বললেন তাকে মধু পান করাও। এরপর লোকটি এসে বললঃ আমি অনুরূপই করেছি। তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আল্লাহ সত্য বলেছেন, কিন্তু তোমার ভাইয়ের পেট মিথ্যা বলছে। তাকে মধু পান করাও। অতঃপর সে তাকে পান করাল। এবার সে রোগমুক্ত হল। [৫৭১৬; মুসলিম ৩৯/৩১, হাঃ ২২৬৭, আহমাদ ১১১৪৬] (আধুনিক প্রকাশনী- ৫২৭৩, ইসলামিক ফাউন্ডেশন- ৫১৬৯)
জিম্মাদার আপনাদের জন্য নিয়ে এসেছে খাঁটি মধু।
Buy Natural original, Pure, organic
Honey online from jimmadar.com
100% pure raw honey, check the price in bd(Bangladesh)